ভারত-কানাডা সম্পর্কে তিক্ততা, কে এই হরদীপ সিং
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩
ভারত-কানাডা সম্পর্কে তিক্ততা, কে এই হরদীপ সিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

খালিস্তানপন্থি নির্বাসিত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর চলতি বছরের জুনে কানাডায় খুন হন। এই খুনের পেছনে ভারত সরকারই জড়িত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কে তিক্ততা বেড়েই চলেছে। দু’দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কারও করা হয়েছে।


কানাডার নাগরিক ও প্রখ্যাত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার নেপথ্যে ভারত সরকারের এজেন্টদের যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগ তাদের কাছে আছে বলে দাবি করেছেন জাস্টিন ট্রুডো। এমন দাবির পর কানাডা থেকে ভারতের গোয়েন্দা বাহিনী রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধানকে বহিষ্কার করা হয়েছে।


চুপ থাকেনি ভারতও, একইদিনে পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি তাকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।


প্রশ্ন হলো—কে এই হরদীপ সিং নিজ্জর, যাঁর হত্যাকাণ্ড ঘিরে দুই দেশের সম্পর্কে এমন অবনতি?


ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের ভার সিং পুরা গ্রামের বাসিন্দা ছিলেন হরদীপ সিং নিজ্জর। ওই গ্রামেই জন্ম তাঁর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে কানাডায় বসবাস করতেন তিনি। পাঞ্জাব থেকে ১৯৯৭ সালে তিনি কানাডায় পাড়ি জমান। সেখানে মিস্ত্রির কাজ করতেন।


ভারতের অভিযোগ, হরদীপ সিং খালিস্তান আন্দোলনের একজন নেতা। খালিস্তান আন্দোলনকারীরা ভারতের চোখে বিচ্ছিন্নতাবাদী। তাদের সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত এবং কানাডা বরাবরই খালিস্তানিদের আশ্রয়–প্রশ্রয় দিয়ে আসছে বলেও অভিযোগ দিল্লির।


খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) নামে একটি সংগঠন রয়েছে। ভারত একে ‘সন্ত্রাসী সংগঠন’ মনে করে। ভারতের অভিযোগ, হরদীপ সিং কেটিএফের মূল পরিকল্পনাকারী। এছাড়া ভারতে নিষিদ্ধ শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে আরেকটি সংগঠনের সঙ্গেও হরদীপ সিং যুক্ত ছিলেন বলে নয়াদিল্লির অভিযোগ।


২০২০ সালে ভারত সরকার হরদীপ সিংকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে। দেশটির ওয়ান্টেড তালিকায়ও তাঁর নাম ছিল। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শিখ নেতা ছিলেন হরদীপ সিংয়ের পরিচিত। ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তানের পক্ষে প্রচার-প্রচারণা চালাতেন তিনি।


হরদীপ সিংয়ের বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। ২০০৭ সালে পাঞ্জাবের লুধিয়ানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জন নিহত হন, আহত হন ৪০ জন। এ বিস্ফোরণের ঘটনায় করা মামলার আসামি ছিলেন হরদীপ সিং। অভিযোগ রয়েছে, ২০০৯ সালে পাতিয়ালায় রাষ্ট্রীয় শিখ সঙ্গতের প্রেসিডেন্ট রুলদা সিংয়ের হত্যায়ও হরদীপ সিং জড়িত ছিলেন।


ভারতের জলন্ধরে এক হিন্দু পুরোহিতকে খুনের মামলায় পলাতক হরদীপ সিংকে ধরিয়ে দিতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় হরদীপ সিংয়ের সম্পৃক্ততারও অভিযোগ ওঠে। এ পটভূমিতে গত ১৮ জুন কানাডার সুরি শহরে একটি গুরুদুয়ারার (শিখ উপাসনালয়) বাইরে খুন হন হরদীপ সিং। তাঁকে গুলি করে হত্যা করা হয়।


বিবার্তা/পুলক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com