সংঘর্ষে ভস্মীভূত সুদানের আইকনিক গ্রেটার নাইল টাওয়ার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫১
সংঘর্ষে ভস্মীভূত সুদানের আইকনিক গ্রেটার নাইল টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুদানের রাজধানী খার্তুমে চলমান সংঘাতের শিকার হলো জনপ্রিয় ভবন আইকনিক গ্রেটার নাইল টাওয়ার। দেশটির সেনাবাহিনী ও তাদের প্রতিপক্ষের মধ্যে সংঘাতের সময় খার্তুমের এই বিখ্যাত ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।


স্থানীয় সময় গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতল এই বাণিজ্যিক ভবনটি খার্তুমের আইকনিক একটি স্থাপনা হিসেবে পরিচিত। এটি খার্তুমের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি।


ঘটনায় কেউ হতাহত হননি। তবে জোরালো বিস্ফোরণের ধাক্কায় ভেঙ্গেছে আশপাশের ভবনগুলোর জানালা ও দরজার কাঁচ। নিরাপদ আশ্রয়ে সরে গেছেন শতাধিক মানুষ। নীল নদের তীরে অবস্থিত গ্রেটার নাইল পেট্রোলিয়াম কোম্পানির এই ভবনটি সুদানের অন্যতম স্থাপনা হিসেবে বিবেচিত। সেনাবাহিনী ও আধা সামরিক বহর আরএসএফের মধ্যকার লড়াইয়ের শিকার হলো এটি। অবশ্য কোন পক্ষই হামলার দায় স্বীকার করেনি।


গত এপ্রিল মাস থেকে সুদানে চলছে ক্ষমতা দখলের লড়াই। যাতে প্রাণ হারিয়েছেন সাড়ে ৭ হাজার মানুষ। বাস্তুচ্যুত ৫০ লাখের বেশি বাসিন্দা। যাদের অনেকেই প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com