শিরোনাম
দাম্পত্য সম্পর্ক রক্ষায় বিশ্বের শীর্ষস্থানে ভারত
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৮
দাম্পত্য সম্পর্ক রক্ষায় বিশ্বের শীর্ষস্থানে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন সাময়িকী ফোর্বস এবং অর্থনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু সংক্রান্ত ওয়েবসাইট দ্য গ্লোবাল ইনডেক্স সম্প্রতী একটি জরিপ করেছে। জরিপে উঠে এসেছে দাম্পত্য সম্পর্ক রক্ষায় বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে ভারত। শতকরা ১টি ঘরে হয় বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে।


ভারতসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার ৩৩টি দেশের বিবাহবিচ্ছেদের শতকরা হার বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতের বিবাহিত যুগলদের মধ্যে বিচ্ছেদের হার মাত্র ১ শতাংশ; অর্থাৎ প্রতি ১০০টি বিবাহিত যুগলের মধ্যে বিবাহবিচ্ছেদের পথে হাঁটার প্রবণতা দেখা যায় মাত্র একটি যুগলের বেলায়।


ভারতের পরে এই তালিকায় রয়েছে ভিয়েতনামের নাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে বিবাহবিচ্ছেদের হার ৭ শতাংশ। সর্বনিম্ন বিবাহবিচ্ছেদের তালিকায় থাকা বাকি দেশগুলো হলো তাজিকিস্তান (১০ শতাংশ), ইরান (১৪ শতাংশ), মেক্সিকো (১৭ শতাংশ), মিসর (১৭ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (১৭ শতাংশ) এবং ব্রাজিল (২১ শতাংশ)।


অন্যদিকে বিবাহবিচ্ছেদের সর্বোচ্চ হার পরিলক্ষিত হয়েছে দক্ষিণ ইউরোপের দেশ পর্তুগালে—৯৪ শতাংশ। অর্থাৎ দেশটিতে প্রতি ১০০ বিবাহিত যুগলের মধ্যে জীবনের কোনো না কোনো পর্যায়ে বিচ্ছেদের পথ বেছে নেন ৯৪টি যুগল। সর্বোচ্চ বিবাহবিচ্ছেদের এই তালিকায় পর্তুগালের পরে রয়েছে স্পেন (৮৫ শতাংশ), লুক্সেমবার্গ (৭৯ শতাংশ), রাশিয়া (৭৩ শতাংশ), ইউক্রেন (৭০ শতাংশ), কিউবা (৫৫ শতাংশ), ফিনল্যান্ড (৫৫ শতাংশ)। ফ্রান্স এবং সুইডেন সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশও বিবাহবিচ্ছেদের হার ৫০ শতাংশের বেশি।


ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের হার বেশি এমন সব দেশের মধ্যে একটি সাধারণ প্রবণতা লক্ষ্য করা গেছে। তা হলো প্রথম বিয়ের ক্ষেত্রে বিচ্ছেদের হার তুলনামূলকভাবে কম, সর্বোচ্চ ৫০ শতাংশ; তবে যেসব নারী ও পুরুষ একবার বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেন তাদের মধ্যে বিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেশি ৬৭ শতাংশ।


বিবার্তা/পুলক/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com