বিহারে বাজ পড়ে ১০ জনের মৃত্যু
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৯
বিহারে বাজ পড়ে ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৭ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় গোটা বিহার জুড়ে বজ্রপাতে অন্তত ১০জনের মৃত্যুর খবর মিলেছে। ঔরঙ্গাবাদ, গয়া, কৈমুর, রোহতাস, পশ্চিম চম্পারন জেলায় প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্য়েই একের পর এক বজ্রপাত হতে থাকে।


খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজন ঔরঙ্গাবাদের ও একজন রোহতাসের। ঔরঙ্গবাদের অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। গয়াতে মাঠে মহিষ চরাচ্ছিলেন কয়েকজন। সেখানেই বজ্রপাত হয়। সেখানেই প্রিন্স কুমার (১৬), রোহিত কুমার (১৫) ও সিদ্ধেশ্বর যাদবের( ৫৫) মৃত্যু হয়েছে। অপর একটি ঘটনায় মণীষ কুমার (১২), হরেন্দ্র সিং( ৩০) ও যুগল রামের (৬০) মৃত্যু হয়েছে।


কৃষক অজয় কুমার বিন্দের মৃত্যু হয়েছে সোনহান কাইমুরে। প্রমোদ চন্দ্রবংশীর মৃত্যু হয়েছে গয়াতে। কাঞ্চনপুর গ্রামে মৃত্যু হয়েছে ভগবান পাসোয়ানের। বেতিয়াতে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


এমন প্রাকৃতিক দুর্যোগের সময়ও বেশিরভাগ জায়গায় মানুষকে খোলা আকাশের নিচে মাঠে কাজ করতে দেখা যায়। হঠাৎ বজ্রপাত শুরু হলে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তারা।


পরিসংখ্যান তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ১ এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত ভারতে বজ্রপাতে অন্তত ৪২৯ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে এই সংখ্য়াটা ছিল ৩০০ জন। ২০২৩ সালে সেই সংখ্য়া অনেকটাই বেড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিহারে। তথ্যসূত্রঃ হিন্দুস্তান টাইমস


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com