দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২০ শ্রমিক নিহত
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২০ শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ডি বিয়ার্স মাইনিং কোম্পানির শ্রমিক।


রবিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।


লিমপোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভোনগানি চাউকে জানান, রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলের লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের সীমান্তবর্তী একটি গ্রাম এবং ভেনেতিয়া মাইন থেকে ২৫ কিলোমিটার দূরে।


তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। পথিমধ্যে লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো খনি রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।


জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সীমান্তবর্তী ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই মাইন থেকে। প্রতিষ্ঠানটিতে স্থানীয়রাসহ প্রায় সাড়ে ৪ হাজার কর্মী কাজ করেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com