হোয়াইট হাউজের পথে জেলেনস্কি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫১
হোয়াইট হাউজের পথে জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের জন্য আরও ২ হাজার ১০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ আসতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তাই আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে।


গত সপ্তাহেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এক বিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করেছে। আর বাইডেন ইউক্রেনের জন্য ২১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার সামরিক খাতে এবং আট বিলিয়ন ডলার মানবিক খাতে ব্যয় করার কথা বলেছেন তিনি। বাইডেনের এই সহায়তা প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসে চূড়ান্ত বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকানদের একটি অংশ ইউক্রেনের পেছনে এত অর্থ খরচের বিরোধী। এই পরিস্থিতিতে ক্যাপিটল হিলে কংগ্রেসে গিয়ে সকলের সাথে পরামর্শ করার কথা জেলেনস্কির।


যুক্তরাষ্ট্র অবশ্য সম্প্রতি জি-২০ বৈঠকেও বলে গেছে, ইউক্রেনকে সব ধরনের সাহায্য দেয়া হবে। যত দিন প্রয়োজন হবে তত দিন সাহায্য করা হবে।


জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকও জানিয়েছেন, যত দিন প্রয়োজন হবে তত দিন ইউক্রেনকে সাহায্য করা হবে। তথ্যসূত্রঃ ডয়েচে ভেলে


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com