
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চর দরবেশ ইউনিয়নের ৫ বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯ মে, রবিবার বিকাল ৪ টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর মফিজুল হক।
তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার (২০ মে) সকাল ১১ টায় সেনেরখীল ছদর আলী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]