নেদারল্যান্ডসে জলবায়ুকর্মীদের বিক্ষোভ ছত্রভঙ্গ, ২৪০০ আটক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮
নেদারল্যান্ডসে জলবায়ুকর্মীদের বিক্ষোভ ছত্রভঙ্গ, ২৪০০ আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জীবাশ্ম জ্বালানি শিল্পের জন্য সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের একটি মহাসড়কে প্রতিবাদ-বিক্ষোভ করে হাজার হাজার জলবায়ুকর্মী।


বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।


এ সময় ২ হাজার ৪০০ জন জলবায়ুকর্মীকে আটক করা হয়।
স্থানীয় সময় শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী হেগের একটি প্রধান মোটরওয়ে জলবায়ুকর্মীরা অবরোধ করলে এসব ঘটনা ঘটে।


রবিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


২৪০০ বিক্ষোভকারীকে আটকের সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে, জলবায়ুকর্মীদের কাউকে আঘাত করা হয়নি। মূলত ট্র্যাফিক কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে রাস্তা আটকে বিক্ষোভ করায় তাদের আটক করা হয়েছে।


রয়টার্স জানিয়েছে, জলবায়ুকর্মীদের নিয়ে শনিবার এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এই প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এ১২ হাইওয়ে ধরে হেগের দিকে মিছিল শুরু করে। এতে শিশু ও বয়স্করাও অংশ নেয়। মিছিল থেকে স্লোগান শোনা যাচ্ছিল, ‘সমুদ্র বাড়ছে এবং আমরাও আছি। ’


সংগঠনটি বলছে, নেদারল্যান্ডস সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি দেওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার বন্ধ না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com