পরমাণু হামলা চালাতে সক্ষম সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯
পরমাণু হামলা চালাতে সক্ষম সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো 'কৌশলগত পারমাণবিক হামলায় সক্ষম' সাবমেরিন মোতায়েন করেছে উত্তর কোরিয়া। এটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় টহলরত নৌবহরে মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।


সাবমেরিন ৮৪১ নংকে উত্তর কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব হিরো কিম কুন ওকে-এর নামে নামকরণ হয়েছে ।


কেসিএনএ বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বুধবার উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জানান, নৌবাহিনীকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে শক্তিশালী করার অংশ এটা।


কিম বলেন, ‘সাবমেরিনটির নাম হিরো কিম কুন ওকে। এটির উৎক্ষেপণ ডিপিআরকে-কে শক্তিশালী করার নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।’


বিশ্লেষকরা জানিয়েছেন, সাবমেরিনটি সোভিয়েত যুগের রোমিও শ্রেণির সাবমেরিনের পরিবর্তিত রূপ বলে ধারণা করা হচ্ছে। ১৯৭০ এর দশকে চীন থেকে রোমিও শ্রেণির সাবমেরিন পেয়েছিল উত্তর কোরিয়া এবং পরবর্তীতে পিয়ংইয়ং অভ্যন্তরীণভাবে এর উৎপাদন শুরু করে।


বিশ্লেষকরা আরও জানিয়েছেন, নকশা বিশ্লেষণে দেখা গেছে, ১০টি লঞ্চ টিউব হ্যাচসহ সাবমেরিনটি সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত।


উত্তর কোরিয়ার হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছু দিন আগে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com