হংকংয়ে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৪
হংকংয়ে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দেখেছে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। ভারী বৃষ্টির কারণে সেখানে বন্যা দেখা দিয়েছে। সড়ক ও মেট্রো স্টেশন জলমগ্ন হয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ। এদিকে, ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টির কবলে পড়েছে দক্ষিণ-অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলেস। গ্রিসে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল শীত পর্যন্ত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।


টাইফুন হাইকুই এর পর এবার ভারী বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে হংকংবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সেখানে ঘন্টায় সর্বোচ্চ ৬ দশমিক দুই ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা অঞ্চলটির ১৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত হয়েছে স্বায়ত্তশাসিত এ অঞ্চলটির বেশকিছু জেলা। সড়ক ও মেট্রো স্টেশন জলমগ্ন হয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ। বন্ধ রাখা হয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com