যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, হতাহত ৫
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, হতাহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।


মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নাইটক্লাবে বন্দুক হামলা চালানোর পর আহতদের উদ্দেশ্য করে করে হামলাকারী হাসপাতালের জরুরি বিভাগেও গিয়ে হামলা চালান। প্রথম হামলার ঘটনাটি ঘটে বার্মিংহামের একটি নাইটক্লাবে।


আলাবামার বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র সিএনএনকে বলেন, হামলার পর হামলকারী দ্রুত পালিয়ে যান। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা খুবই সাধারণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পুলিশ কর্মকর্তাদের দিকে বন্দুক তাক করানোর পর ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার (ইউএনসি) চ্যাপেল হিল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত হন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com