ইউক্রেন সৈন্যবাহী ৪টি নৌযান ধ্বংসের দাবি রাশিয়ার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৫
ইউক্রেন সৈন্যবাহী ৪টি নৌযান ধ্বংসের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিমিয়া যাওয়ার পথে কৃষ্ণ সাগরে ইউক্রেনের সৈন্যবাহী যুক্তরাষ্ট্র নির্মিত ৪টি নৌযান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।


৪ সেপ্টেম্বর, সোমবার টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।


মস্কো জানায়, ক্রিমিয়া উপকূলবর্তী কেপ তারখানকুটের দিকে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রনির্মিত উচ্চগতির সামরিক চারটি নৌযান ‘উইলার্ড সি ফোর্স’ ধ্বংস করা হয়েছে। কৃষ্ণ সাগরে আমাদের নৌবাহিনীর একটি এয়ারক্রাফ্ট এই অভিযান চালায়।


তবে, নৌযানগুলোতে ইউক্রেনীয় বাহিনীর কত সদস্য ছিল সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।


এর আগে, গত ৩০শে আগস্ট একই ধরনের চারটি নৌযান ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। ওই সময় নৌযানগুলোতে ৫০ জনের মতো ইউক্রেনীয় সৈন্য ছিল বলে জানা গেছে।


উল্লেখ্য, ক্রিমিয়াকে ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে ইউক্রেন। সম্প্রতি অঞ্চলটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে তারা। এমন পরিস্থিতিতে দ্বীপটিতে নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com