টাইফুন হাইকুই: তাইওয়ানে বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ হাজার বাড়িঘর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৮
টাইফুন হাইকুই: তাইওয়ানে বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ হাজার বাড়িঘর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিসহ প্রবল ঝড়ো হাওয়া বইছে। বাতিল করা হয়েছে সকল অভ্যন্তরীণ ফ্লাইট। এদিকে, টাইফুন সাওলার প্রভাবে চীনের গুয়াংডনে ২ জনের প্রাণহানির খবর মিলেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হংকংয়েও। এছাড়া, যুক্তরাষ্ট্রের নেভাদাতে ভারী বৃষ্টিতে একজনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। অন্যদিকে, ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।


গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর টাইফুনের কবলে পড়েছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে সুপার টাইফুন হাইকুই। এর প্রভাবে প্রবল ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ১০ হাজার বাড়িঘর। ক্ষয়ক্ষতি এড়াতে নিচু এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৪ হাজার বাসিন্দাকে।


এদিকে, টাইফুন সাওলার প্রভাবে চীনের গুয়াংডনে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা।


স্থানীয় সময় শনিবার হারিকেন ইডালিয়ার আঘাতে বিধ্বস্ত ফ্লোরিডার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।


এছাড়া, যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যে একটি উৎসবে অংশ নিতে গিয়ে ভারী বৃষ্টির কারণে একজনের মৃত্যু হয়েছে। আয়োজনস্থলে আটকা পড়ে আছে আরও কয়েক হাজার মানুষ।


অন্যদিকে, শ্রীলংকায় ভারী বৃষ্টিপাতের কারণে চার জেলায় জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা। জেলাগুলোতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com