বিখ্যাত টাইমস স্কয়ার প্লাবিত
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২২:০৫
বিখ্যাত টাইমস স্কয়ার প্লাবিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১২৭ বছরের পুরনো পাইপলাইন ভেঙে পানিতে প্লাবিত হলো বিখ্যাত টাইমস স্কয়ার। পানি ছড়িয়ে পড়ায় তলিয়ে যায় পাতাল রেল স্টেশনও।


৩০ আগস্ট, বুধবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৮ আগস্ট) ভোররাতের দিকে স্টেশনের পানি সরবরাহকারী ২০ ইঞ্চি পাইপটি ভেঙে প্রবল বেগে জলধারা সাবওয়েতে প্রবেশ করে। এতে ম্যানহাটনে শহরের অন্যতম ব্যস্ত স্টেশনের প্ল্যাটফর্ম ডুবে যায়। ব্যাহত হয় রেল যোগাযোগ। বেশ কিছু রুটে বাতিল করা হয় ট্রেন চলাচল। এ ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়লে সড়কে চাপ বেড়ে যায়।


এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে পাইপলাইন সংস্কার করা হয়েছে। ছিদ্রের উৎস খুঁজে বের করে এক ঘণ্টার মধ্যেই পানি বের হওয়া বন্ধ করেন ডিইপি ক্রুরা। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার দুপুরের দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি।


উল্লেখ্য, ম্যানহাটনের মাটির নিচে পুরনো পানি ও নর্দমার পাইপ এবং পাতাল রেলের টানেল ছাড়াও একটি বাষ্প শক্তি ব্যবস্থা এবং বৈদ্যুতিক ব্যবস্থাও রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com