ভারী বৃষ্টিপাতে অবরুদ্ধ হিমাচল
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১৭:৪২
ভারী বৃষ্টিপাতে অবরুদ্ধ হিমাচল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে আবারও দেখা দিয়েছে ভূমি ধসসহ জলাবদ্ধতা। রাজ্যজুড়ে জারি রয়েছে সতর্কতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিমলা ও মান্ডি জেলা। বন্ধ রয়েছে সেখানকার সব শিক্ষাপ্রতিষ্ঠান। একইসাথে অতিবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে দেশটির সাতটি রাজ্যে। এছাড়া, সৌদি আরবের চার অঞ্চলের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি। এদিকে, লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় বনাঞ্চলের দাবানলে প্রাণহানি হয়েছে ৫ জনের।


বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে ভারী বৃষ্টিসহ বন্যা, অন্যদিকে দাবানল। এরইমধ্যে চলতি বর্ষা মৌসুমে প্রকৃতির ভয়াবহ রূপ দেখছে ভারতের হিমাচলবাসী। উত্তরাঞ্চলীয় এই রাজ্যে গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি। শুক্রবার রাজ্যটিতে জারি করা হয়েছে সতর্কতা।


বৃষ্টির ফলে বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে ভূমিধসসহ জলাবদ্ধতা। মান্ডি জেলায় ভূমিধসের কারণে বন্ধ হয়ে পড়েছে বেশ কয়েকটি সড়ক। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সিমলা জেলার সব স্কুল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজ্যটিতে আগামী আরও চারদিন অব্যাহত থাকবে প্রবল বর্ষণ। একইসাথে অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ ,সিকিম, বিহার, আসাম, মেঘালয় এবং অরুণাচলসহ সাতটি রাজ্যে।


এদিকে, সৌদি আরবের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মক্কা, আসির, আল-বাহা এবং জাজান অঞ্চলে মুষলধারে বৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ইতিমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা।


এছাড়া, লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় আপুরিম্যাকের বনাঞ্চলের দাবানলে প্রাণহানি হয়েছে ৫ জনের। পুড়ে গেছে শত শত একর জমি। সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com