ওমরা শেষে ফেরার পথে দুই সন্তানসহ বাবার মৃত্যু, আহত ২
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ২২:১৩
ওমরা শেষে ফেরার পথে দুই সন্তানসহ বাবার মৃত্যু, আহত ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে ফেরার পথে সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।


শনিবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মোবারক হোসেন (৪৮), তার ছেলে তানজিল আবদুল্লাহ (১৭) ও মেয়ে মাহিয়া মাহি (১৪)। আহতরা হলেন- মোবারকের স্ত্রী শিখা আক্তার (৪০), বড় মেয়ে মিথিলা ফারজানা মিম (১৯)।


মোবারক ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের গাজিরটেক গ্রামের শেখ মোহাম্মদ আলী ওরফে মোহন শেখের বড় ছেলে। তার পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে চার ভাই সৌদি প্রবাসী।


মোবারক হোসেন দুই দশকেরও বেশি সময় ধরে সপরিবারে সৌদি আরবের দাম্মামে বসবাস করছিলেন। সেখানে তার একটি গাড়ি মেরামতের দোকান ছিল।


পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারসহ পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে দাম্মামে নিজ বাড়িতে ফেরার সময় আল-কাসিম নামক স্থানে পৌঁছালে একটি গাড়ি তাদের গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের বহনকারী গাড়ি উল্টে সবাই গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে এ খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন মোবারকের বৃদ্ধ মা আলেয়া বেগম। পুরো পরিবারেই চলছে শোকের মাতম।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com