রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে ইউক্রেন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১৭:৩৮
রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনীয় সেনারা উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, পিয়ংইয়ং-এর এসব অস্ত্র ইউক্রেনের কোনো মিত্র দেশ জব্দ করেছিল।


সংবাদপত্রটি বলছে, অস্ত্রগুলো রুশ সেনাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমুদ্রপথে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবির কোনো প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন। এমনকি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যাপকভাবে পরিলক্ষিতও হয়নি।


উত্তর কোরিয়া ও রাশিয়া অবশ্য শুরু থেকেই অস্ত্র লেনদেনের কথা অস্বীকার করে আসছে। যদিও কদিন আগেই রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নিজের অস্ত্রের ভাণ্ডার ঘুরে দেখিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সম্প্রতি শোইগু উত্তর কোরিয়া সফর করেন।


ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সোভিয়েত-যুগের গ্র্যাড মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেমগুলোকে বাখমুত শহরের কাছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের ব্যবহার করতে দেখা গেছে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপন করতে চলতি সপ্তাহে পিয়ংইয়ংয়ে একটি বিরল সফর করেছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মস্কোর শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার এটিই প্রথম পিয়ংইয়ং সফর ছিল। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com