পোল্যান্ডকে পুতিনের হুমকি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:১৪
পোল্যান্ডকে পুতিনের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী দেশ পোল্যান্ডকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


পুতিন অভিযোগ করেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্খা দেখাচ্ছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বেলারুশের প্রতি পোল্যান্ড কোনো আগ্রাসন দেখায়, তাহলে তা রাশিয়ার ওপর হামলা হিসেবে বিবেচনা করবেন তিনি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।


শুক্রবার (২১ জুলাই) রুশ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন হুমকির সুরে বলেছেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে তার পুরোটা ব্যবহার করে বেলারুশকে রক্ষা করা হবে।


রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, তাদের কাছে খবর এসেছে ইউক্রেনের পূর্ব দিকে পোলিশ এবং লিথুয়ানিয়ান ইউনিটকে সামরিক আগ্রাসনের জন্য ব্যবহার করা হবে এবং অঞ্চলটি দখল করা হবে। যা আগে পোল্যান্ডের অংশ ছিল।


পুতিন বলেছেন, ‘এটি সবারই জানা যে তারা (পোল্যান্ড) বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে।’ তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।


এদিকে রুশ প্রেসিডেন্টের এমন দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। ন্যাটো সদস্যভুক্ত দেশটির কো অর্ডিনেটর অব স্পেশাল সার্ভিসের মন্ত্রী স্টানিসলো জারইয়ান রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা পিএপিকে বলেছেন, ‘ক্রেমলিনের হতাশাগ্রস্ত বিরক্তি (পুতিন) আবারো পোল্যান্ড সম্পর্কে মিথ্যা বলছেন এবং ইউক্রেনের যুদ্ধের সত্যতা সম্পর্কে মিথ্যাচার করার চেষ্টা করছেন। ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক শোসনবাদকে ব্যবহার করে পোল্যান্ডের বিরুদ্ধে মিথ্য তথ্য ছড়াচ্ছেন।’


নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন দাবি করেছেন, পোল্যান্ডের পূর্ব দিকে যেসব অঞ্চল রয়েছে সেগুলো সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিন তাদের উপহার হিসেবে দিয়েছিলেন। আর এ উপহারের জন্য পোলিশদের রাশিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত।


সূত্র: আল জাজিরা


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com