জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ২২ জেলেকে আটক করেছে শ্রীলঙ্কা
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:১১
জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ২২ জেলেকে আটক করেছে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা উপকূলে গিয়ে মাছ ধরার অভিযোগে ভারতীয় ২২ জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। নৌবাহিনির পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে তাদের আটক করা হয়।


স্থানীয় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর পুড়ুকোট্টাই জেলার জগৎপট্টিনম অঞ্চল থেকে কিছু দিন আগে গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দিয়েছিল তিনটি ট্রলার। আর একটি ট্রলার গিয়েছিল রামানাথপুরম জেলা থেকে।


নৌবাহিনীর দাবি, জাফনা লাগায়ো বদ্বীপের উত্তর-পশ্চিমে চারটি ট্রলার মাছ ধরছিল। দ্রুত গতির নৌবহরের মাধ্যমে জেলেদের ধাওয়া করে তাদের আটক করে শ্রীলঙ্কান বাহিনী।


বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২১ জুন ভোরবেলা বিশেষ অভিযান চালিয়ে ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে। ওই মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছিলেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com