মে মাসে ইরানে ১৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১১:৩৯
মে মাসে ইরানে ১৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২২ সালে হিজাববিরোধী আন্দোলন শুরুর পর থেকেই ইরানে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। দেশটির আদালতে ফাঁসির সাজাপ্রাপ্তদের বড় অংশই দোষী সাব্যস্ত হচ্ছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে। খবর এএফপির।


সম্প্রতি নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) তেহরানের সরকারি তথ্যের বরাতে জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইরানে ৩০৭ জনেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র গত মে মাসে দেশটিতে ১৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


ইরানের সাম্প্রতিক ইতিহাসে এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বলে আইএইচআরের প্রতিবেদনে দাবি করা হয়েছে।


প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে ৭৫ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করার হার বেড়েছে। বস্তুত, গত মে মাসে প্রতিদিন গড়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেখানে।


গত সেপ্টেম্বরে তেহরান পুলিশের হেফাজতে হিজাব না পরার অপরাধে আটক তরুণী মাহশা আমিনির রহস্যজনক মৃত্যুর পরে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই বিক্ষোভকারীদের একাংশকে ইতোমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছে।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com