তুরস্কে নির্বাচন : এগিয়ে এরদোয়ান
প্রকাশ : ১৪ মে ২০২৩, ২৩:০৯
তুরস্কে নির্বাচন : এগিয়ে এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের স্থানীয় সময় আজ রবিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ইতোমধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। এরইমধ্যে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এগিয়ের থাকার খবর পাওয়া যাচ্ছে। 


বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ১৭ শতাংশ ভোট গণনার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এরদোয়ান ৫৬ দশমিক ৬৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারুগলু পেয়েছেন ৩৭ দশমিক ৪১ শতাংশ। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এবার ভোটার সংখ্যা ৬ কোটি ৪১ লাখ। এর মধ্যে ১৭ লাখ ৬০ হাজার ভোটার ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন। এছাড়া এবারে প্রথমবারের মতো ভোট দিয়েছেন অন্তত ৪৯ লাখ ভোটার।


গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এরদোয়ান। 


তবে এবারের নির্বাচনে এরদোয়ান বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ছয়টি দল একতাবদ্ধ হয়ে একক প্রার্থী হিসেবে বিরোধী নেতা কেমাল কিলিচদারুগলুকে দাঁড় করেছেন। তিনি এবার এরদোয়ানের মূলত পথের কাঁটা। 


আজকের নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা আগামী ২৮ মে নতুন করে ভোট অনুষ্ঠিত হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com