
চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরও কমেছে। এ নিয়ে টানা ৩ সপ্তাহ জ্বালানি পণ্যটির দরপতন ঘটলো। এর ফলে গত ২ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে এলএনজির মূল্য।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, শীর্ষস্থানীয় আঞ্চলিক আমদানিকারকদের মাঝে এলএনজির চাহিদা দুর্বল রয়েছে। এছাড়া মজুত উচ্চ আছে। ফলে জ্বালানি পণ্যটির দর হ্রাস পেয়েছে।
চলতি সপ্তাহে উত্তর-পূর্ব এশিয়ায় আগামী জুনের এলএনজির গড় সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম স্থির হয়েছে ১০ ডলার ৫০ সেন্টে।
আগের সপ্তাহ থেকে যা ৪ দশমিক ৫ শতাংশ কম। পাশাপাশি ২০২১ সালের মে মাসের পর তা সবচেয়ে কম। আগামী জুনের এলএনজির গড় সরবরাহ মূল্যের পূর্বাভাস ছিল ১০ ডলার ৬৭ সেন্ট।
ব্রোকারেজ টুল্লেট প্রেবনের এলএনজি এশিয়ার প্রধান তোবিয়াস ডেভিস জানান, জ্বালানি পণ্যটির দাম অব্যাহতভাবে কমছে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার প্রধান প্রধান অর্থনীতিতে মজুত বেড়েছে। ইউরোপের দেশে দেশেও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই বাজারে চাপে রয়েছে।
বিবার্তা/নিলয়
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]