ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১২:৪২
ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ৪.১ মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছে। অবশ্য বন্যা বা ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছে কাশ্মির প্রশাসন।


রবিবার (৩০ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে ভারতশাসিত জম্মু-কাশ্মির অঞ্চলে রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রোববার ভোর ৫.১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে দেওয়া এক বার্তায় ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।


এএনআই বলছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে উপত্যকাটির ২০টি জেলায় ইতোমধ্যেই অত্যাধুনিক ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মির প্রশাসন। মূলত ভারত সরকারের বিবৃতিতে এই অঞ্চলটি উচ্চ সিসমিক জোনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং বন্যা ক্ষতির মুখে পড়ার বিষয়েও এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


সংবাদমাধ্যম বলছে, যেহেতু ওই অঞ্চল অত্যন্ত বন্যাপ্রবণ। তাই প্রযোজ্য ক্ষেত্রে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে এই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সহায়তা করবে।


এছাড়া ১১২ নম্বর ডায়াল করে দুর্যোগ কল সমন্বয়ের জন্য জরুরি প্রতিক্রিয়া সহায়তা ব্যবস্থা (ইআরএসএস) বাস্তবায়নের জন্য ভারত সরকারের এনডিএমএ-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জম্মু ও কাশ্মির সরকার।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com