ভারতে বৈধতা পেতে যাচ্ছে 'সমকামী' বিয়ে?
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ১২:০৯
ভারতে বৈধতা পেতে যাচ্ছে 'সমকামী' বিয়ে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে সমকামীদের বিয়ের বৈধতা চেয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন জানানো হয়েছিল তার শুনানি গত ১৮ এপ্রিল, মঙ্গলবার থেকে শুরু হয়। ২০ এপ্রিল, বৃহষ্পতিবার এই আবেদনের তৃতীয় শুনানি হয়। সেখানে ভারতের সুপ্রিম কোর্ট একটি প্রশ্ন রাখেন— ‘‘যদি সমকামিতা অপরাধ না হয়, তা হলে দু’জন প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের মানুষের বিয়ের মতো স্থিতিশীল বন্ধনে আবদ্ধ হতে বাধা কোথায়?’’


বিয়ের জন্য ভিন্ন লিঙ্গের দুই ব্যক্তির উপস্থিতি অপরিহার্য কি না তা নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার সমলিঙ্গ বিবাহ নিয়ে মামলার তৃতীয় দিনের শুনানির সময়ে এই মন্তব্য করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ।


সমকামী সম্পর্ক যে শুধুমাত্র শারীরিক চাহিদার উপর নির্ভরশীল নয়, সে কথা পর্যবেক্ষণে বলেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ। বলেছে, ‘‘সমকামী সম্পর্কগুলি কেবল শারীরিক নয়, মানসিক, স্থিতিশীল সম্পর্কও।’’ এর পরেই ৩৭৭ ধারা প্রসঙ্গ তোলে বেঞ্চ। মনে করিয়ে দেয়, ২০১৮-র ৬ সেপ্টেম্বর, ভারতীয় সংবিধান ৩৭৭ ধারাকে প্রত্যাহার করে সমকামিতাকে ‘অপরাধ’-এর তকমা থেকে মুক্তি দিয়েছে।


শীর্ষ আদালতের প্রশ্ন— ‘‘যদি সমকামিতা অপরাধ না হয়, তা হলে দু’জন প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের মানুষের বিয়ের মতো স্থিতিশীল বন্ধনে আবদ্ধ হতে বাধা কোথায়?’’ সেই সঙ্গে সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘বিয়ে সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে নতুন ভাবে সংজ্ঞা দিতে হবে।’’


গত মঙ্গলবার সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলায় শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছিলেন, একজন পুরুষ কিংবা একজন মহিলা বলতে ঠিক কী বোঝায়, তার পরিপূর্ণ কোনও ধারণা আমাদের কাছে নেই। কারণ, গোটা বিষয়টি শুধুমাত্র তাঁদের জননাঙ্গের উপর নির্ভর করে না। বিষয়টি আরও অনেক জটিল।


বৃহস্পতিবার সম্পর্কের স্থিতিশীলতার বার্তা দিয়ে শীর্ষ আদালত সমলিঙ্গে বিবাহকে সমর্থনের বার্তা দিয়েছেন বলেই আইনজীবীদের একাংশ মনে করছেন।
ভারতে সমকামীদের বিবাহের বৈধতা দেওয়ার ব্যাপারে এটি একটি গ্রীণ সিগনাল বলা যেতে পারে। 


উল্লেখ্য, বিগত বছরগুলোতে ভারতে সমকামিতা আগের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। পিউ রিসার্চ সেন্টার ২০২০ সালে এক সমীক্ষায় দেখতে পায় ভারতের ৩৭ শতাংশ মানুষ মনে করে সমকামিতা মেনে নেয়ে উচিৎ। এর আগে ২০১৪ সালে যে সমীক্ষা চালানো হয়েছিল, তাতে মাত্র ১৫ শতাংশ এরকম মত দিয়েছিল। অর্থাৎ ছয় বছরের মধ্যে সমকামিতার পক্ষে মতামত ২২ শতাংশ বেড়েছে। ভারতে ২০১৪ সালে প্রথম কোন জরিপে সমকামিতার ব্যাপারে এরকম প্রশ্ন করা হয়েছিল।


সূত্র: বিবিসি, আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/মোবারক/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com