আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর গুলি, নিহত ১
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০৮:২৯
আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর গুলি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলি বাহিনীর হামলায় পবিত্র আল-আকসা মসজিদের পাশে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।


পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ হামলা চালিয়েছে। খবর ওয়েফা ও সিএনএনের।


ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভিতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এজন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।


ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেয় এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com