শিরোনাম
সুদানে সোনার খনি ধসে নিহত ১৪
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১২:০১
সুদানে সোনার খনি ধসে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ২০ জন।


শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে এ ঘটনা ঘটে।


বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, জেবল আল-আহমার নামে ওই সোনার খনি ধসে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।


এদিকে বার্তা সংস্থা এসইউএনএ জানিয়েছে, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।


সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। কিন্তু নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় সেখানে প্রায় খনি ধসের ঘটনা ঘটে।


উল্লেখ্য, ২০২১ সালে দেশটির পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি বিলুপ্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিল।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com