
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনের পর অবশেষে ব্রাজিলে ফিরলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। ৩০ মার্চ, বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফ্লোরিডা থেকে এক বাণিজ্যিক ফ্লাইটে ব্রাজিলের রাজধানীতে নামেন দেশটির সাবেক ডানপন্থী এ নেতা।
প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর গত তিন মাস থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। যদিও এখন পর্যন্ত তিনি নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করেন নি।
গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা দেশটির সরকারি ভবনে ব্যাপক তাণ্ডব চালায়। এ নিয়ে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে যে তিনি তার সমর্থকদের উসকে দিয়েছিলেন কি না। এই ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়।
বিবার্তা/মোবারক/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]