শিরোনাম
২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের সন্ধান পেল ইরান
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০৮:১৪
২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের সন্ধান পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান নতুন করে একটি গ্যাসক্ষেত্রে ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়ার দাবি করেছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসির এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়া গেছে। তবে গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে তাদের কোম্পানি।


ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইরনা ফাকুরের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এ সংক্রান্ত জরিপ শেষ এপ্রিলে। এর পর গ্যাসের প্রকৃত মজুত কত এবং ভবিষ্যতে কী পরিমাণ বাড়তে পারে সে সম্পর্কে জানানো সম্ভব হবে।


প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক দিয়ে রাশিয়ার পরই রয়েছে ইরান। তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে ইরানের আগে রয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। পরবর্তী অন্তত ২০০ বছরের চাহিদার কথা বিবেচনায় রেখে মজুতের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে তেহরান। কিন্তু তার পরও প্রতিদিন ইরান দৈনিক ১০০ কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com