স্কুল ইস্যুতে ইরানে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮
স্কুল ইস্যুতে ইরানে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করতে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ করা হয়েছে। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের একজন স্বাস্থ্য কর্মকর্তা। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ন্যাশনাল নিউজ।


ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি রোববার (২৬ ফেব্রুয়ারি) বলেছেন, নির্দিষ্ট কিছু ব্যক্তি সব স্কুল বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করে দিতে চেয়েছিল। এজন্য বিষপ্রয়োগ করা হয়েছে। এই বিষপ্রয়োগের পর কয়েক ডজন ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।


রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে প্রথম বিষপ্রয়োগের খবর পাওয়া যায়। গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে শহরটির স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে অনেককেই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।


তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। আর বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। ইতিমাদ পত্রিকা জানিয়েছে, কোম ছাড়াও আরদেবিল, তেহরান ও বোরুজেরদ শহরের অন্তত ১৪টি স্কুলে এই বিষপ্রয়োগের ঘটনা ঘটে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com