তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প
মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি, ২৪৮ ঘণ্টা পরও জীবিত উদ্ধার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২১
মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি, ২৪৮ ঘণ্টা পরও জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪২ হাজারের কাছাকাছি। তুর্কি কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়ার সরকার ও জাতিসংঘ বলছে, সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছে।


১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার আল-জাজিরার বরাতে এই তথ্য জানা যায়।


উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পরও তুরস্কের কাহরামানমারাসে ধ্বংসস্তূপের নিচ থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে।


এদিকে, সিরিয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ায় জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনাকারীরা জানিয়েছেন যে গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পে দেশটির মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি। উদ্ধারকারী দলগুলো কঠোরভাবে ক্ষতিগ্রস্থ অঞ্চলে ধ্বংসস্তুপ অপসারণের জন্য কাজ করছে।


সিরিয়ায় মারাত্মক চিকিৎসা সংকটের মুখোমুখী হতে পারে বলে সতর্ক করেছেন রেডক্রস প্রধান জগন চাপাগাইন। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। তাই চিকিৎসা সরঞ্জামসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।


বিবার্তা/জামাল




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com