
বেশ কয়েকজন সশস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে আকাবাত জাবর শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয়।
৬ ফেব্রুয়ারি, সোমবার রয়টার্স ও আল-আরাবিয়ার বরাতে এই তথ্য জানা যায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় তিনজন আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর। তবে মৃতের বিষয়ে বিস্তারিত জানায়নি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরাইলের নিরাপত্তা বাহিনী বলেছে, গত ২৮ জানুয়ারি ইসরায়েলি বসতি ভেরেদ ইয়েরিহোর একটি রেস্তোরাঁয় হামলার চেষ্টার সাথে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বেশ কয়েকজন সশস্ত্র ফিলিস্তিনি অস্ত্রধারীর মৃত্যু হয়েছে।
তবে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে আকাবাত জাবর ক্যাম্পে সোমবারের অভিযানের লক্ষ্য ছিল গাজা পরিচালনাকারী হামাস যোদ্ধাদের আটক করা।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]