জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাইয়ে সর্বোচ্চ সতর্কতা জারি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৪
জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাইয়ে সর্বোচ্চ সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। সম্প্রতি এক ইমেইলের বরাতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) এ তথ্য জানিয়েছে।


জি নিউজের খবরে বলা হয়, নিজেকে তালেবানের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মুম্বাইয়ে হামলার হুমিক দিয়েছে অজানা এক ব্যক্তি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ওই মেইল পাওয়ার পরই এ নিয়ে তদন্তে নেমেছে এনআইএ ও মুম্বাই পুলিশ। একইসঙ্গে মুম্বাই, মহারাষ্ট্র পুলিশ, স্টেট অ্যান্টি টেররিজম স্কোয়াড এবং ৯৫টি থানা এলাকায় এটিসিকে সতর্ক করে দেয়া হয়। কোথাও কোনো রকম সন্দেহজনক বস্তু পাওয়া গেলেই দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারেও নির্দেশ দেয়া হয়েছে।


এর আগে গত জানুয়ারিতে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একটি ফোনে জঙ্গি হামলার হুমকি আসে। গত বছরের অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয়, মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে।


২০০৮ সালে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com