
চিলিতে দাবানলে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই দাবানলে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
৫ ফেব্রুয়ারি, রবিবার বার্তাসংস্থা টিআরটি ওয়ার্ল্ড দক্ষিণ আমেরিকার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে।
সূত্র জানায়, দাবানলে চিলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে, যা আগুন নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। ফলে বিভিন্ন স্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার বলেছেন যে ১৫১টি সক্রিয় দাবানলের মধ্যে ৭৬টি গত দিনের মধ্যে আবারও জ্বলে উঠেছে। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সরকার আরাউকানিয়ার দক্ষিণাঞ্চলকে অন্তর্ভুক্ত করে দুর্যোগ-আক্রান্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে।
তোহা বলেন, আমাদের এই মুহুর্তে ২২ জনের মৃত্যু অনেক বেদনাদায়ক। আগুনে ৫৫৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
এদিকে, মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সামরিক বাহিনীকে অনুমতি দেয়া হয়েছে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]