
তুরস্ক ও ইরান সীমান্তে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। এতে তিনজন নিহত এবং ৩০০ জন আহত হয়েছে। রাষ্ট্রীর সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত খোয় শহরের বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা প্রধানের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই সংখ্যা জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্প যে এলাকায় আঘাত হেনেছে সেসব এলাকা বরফে ঢাকা পড়েছে এবং বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।
ভূতাত্ত্বিকভাবে ইরান ভূকম্পন প্রবণ এলাকায় হওয়ায় গত কয়েক বছর ধরে ইরানে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হানে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]