শিরোনাম
জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:১৯
জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই বুধবার (২৫ জানুয়ারি) স্বর্ণের দাম এই রেকর্ড উচ্চতায় পৌঁছে।


নতুন দাম অনুযায়ী, দেশটিতে মূল্যবান এই ধাতুর দাম প্রতি গ্রাম ৮ হাজার ৯৭৭ ইয়েন (৬৯.২৮ মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ১৬০ দশমিক ২০ টাকায় পৌঁছেছে, যা গত বছরের এপ্রিলে সর্বোচ্চ ৮ হাজার ৯৬৯ ইয়েন (৬৯.২২ মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ১৫৪ টাকায় পৌঁছেছিল।


স্থানীয় সংবাদসংস্থা ‘জিজি প্রেস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।


যদিও করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম বাড়ছে। এই অবস্থায় মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার পাশাপাশি মন্দার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।


দ্য ইউএস ফেডারেল রিজার্ভ ঊর্ধ্বমুখী দাম মোকাবেলায় গত বছরের মার্চ থেকে সুদের হার বাড়িয়েছে। কিন্তু জল্পনা রয়েছে যে, স্বর্ণ ক্রয়কে উৎসাহিত করতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মন্দার আশঙ্কার মধ্যে সুদের হার বৃদ্ধি বন্ধ করবে।


এছাড়াও চীনের শূন্য-করোনা নীতি বাতিল করার পর চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম বৃদ্ধির আরেকটি কারণ বলে বাজার সূত্র দাবি করছে। তথ্যসূত্র: কিটকো, নিপ্পন, জিজি প্রেস


বিবার্তা/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com