
ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির রাজধানী দিল্লির বার ও রেস্তোরাঁয় মদ পরিবেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৬ জানুয়ারিকে ড্রাই ডে (লাইসেন্স করা দোকানে মদ বিক্রি বন্ধ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার এই নতুন নিয়ম চালু করা হলো দেশটিতে।
এই প্রথমবার দিল্লি সরকার ২৬ জানুয়ারি বার ও রেস্তোরাঁয় মদ বিক্রি নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে মহাশিবরাত্রি, রাম নবমী ও হোলিতে দোকানে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।
এছাড়া স্বামী দয়ানন্দ জয়ন্তী এবং গুরু রবিদাস জয়ন্তীতেও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ড্রাই ডের তালিকা ঠিক করেছে দিল্লি সরকারের আবগারি বিভাগ। এতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৫ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী, ১৫ ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী, ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, ৮ মার্চ হোলি এবং ৩০ মার্চ রাম নবমীকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করেছে।
এসময় মদ কেনা-বেচা বন্ধ থাকবে। সরকার প্রতি তিন মাস পর পর ড্রাই ডে’র তালিকা প্রকাশ করে। চলতি বছরে প্রায় ২১টি ড্রাই ডে থাকছে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]