শিরোনাম
সড়ক দুর্ঘটনায় নিহত উলফা নেতা পরেশ বড়ুয়া
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৬:০৬
সড়ক দুর্ঘটনায় নিহত উলফা নেতা পরেশ বড়ুয়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভারতীয় গোয়েন্দাদের একাংশ এমন দাবি করেছেন। তবে উলফা সূত্রে এখনো এই খবরের সত্যতা স্বীকার করেনি।


মিয়ানমার-চীন সীমান্তে ১০-১২ দিন আগেই একটি দুর্ঘটনা ঘটে। তাতে গুরুতর আহত হয়েছিলেন পরেশ। আশঙ্কাজনক অবস্থায় তিনি বেশ কিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন।


গোয়েন্দাদের একাংশের দাবি, ৪৮ ঘণ্টা আগ তার মৃত্যু হয়েছে। যদিও উলফার একটা অংশের দাবি, শীর্ষ নেতার সঙ্গে শনিবার পর্যন্ত তাদের কয়েকজনের যোগাযোগ হয়েছে। সেই সময় অসুস্থ ছিলেন পরেশ। তবে তখন তার মারা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না।


আসাম পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর শুনেছেন।


ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রেও জানানো হয়েছে, এই খবর তাদের কাছে এসেও পৌঁছেছে। যদিও ‘মোস্ট ওয়ান্টেড’ ওই উলফা নেতার পরিবারের কাছে এই ধরনের কোনো খবর আসেনি বলে জানানো হয়েছে আসাম পুলিশের তরফে।


উলফা সূত্রে জানা গেছে, সম্প্রতি পরেশ বাইক দুর্ঘটনার কবলে পড়েন। ওই দুর্ঘটনায় তার কোমর ও পায়ে চোট লাগে। তিনি জখমও হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার-চীন সীমান্তে রুইলি এলাকায় থাকেন তিনি।


সম্প্রতি ওই নেতার ক্যাম্প থেকে আসা এক আত্মসমর্পণকারী উলফা ক্যাডারের কাছ থেকে জানা যায়, ডায়াবেটিসের জন্য পরেশের শারীরিক অবস্থা বেশ খারাপ।


এর আগেও বেশ কয়েক বার পরেশের মৃত্যু ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সব খবর ভুল প্রমাণিত হয়। প্রতিবারইেউলফার তরফে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল খবর রটানো হয়েছিল।


উলফা নেতা অনুপ চেটিয়া বলেছেন, পরেশ বড়ুয়া মারা গেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। একমাস আগেই আমার সঙ্গে কথা হয়েছিল। দুর্ঘটনায় আহত হয়ে পায়ে আঘাত লেগেছিল এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছিলেন আমাকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com