শিরোনাম
নভেম্বরেই ব্যাপক তুষারপাত কাশ্মীরে
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১১:৫৮
নভেম্বরেই ব্যাপক তুষারপাত কাশ্মীরে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত দুইদিন ব্যাপক তুষারপাত হয়েছে। এতে ব্যাহত সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল। কয়েক হাজার আপেল গাছ ঢেকেছে পুরু বরফের চাদরে এবং মারা গেছে এক শিশু ও আহত তিন।


তুষারধসে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় শনিবার থেকে অন্ধকারে ছিল উপত্যকার অধিকাংশ মানুষ। মোমবাতির আলোয় পরীক্ষা হয়েছে কিছু স্কুলে। কয়েকটি হাসপাতালেও বন্ধ বিদ্যুৎ সংযোগ।


পরে রবিবার শ্রীনগরে ৯০ শতাংশ ও গ্রামীণ এলাকার ৭০ শতাংশ অঞ্চলে বিদ্যুত সরবরাহ পুনরায় চালু হয়েছে। তবে তা সম্পূর্ণ চালু হতে আরো দুই-তিন দিন সময় লাগবে।


এর আগে পাওয়ার ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের (পিডিডি) কর্মকর্তারা বলেছেন, তারা বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তুষারপাতে সরবরাহ লাইন নষ্ট হয়ে গেছে। এছাড়া কিছু জায়গায় গাছের কারণেও সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে। প্রায় ৭ হাজার কর্মী যুদ্ধকালীন তৎপতায় কাজ করেছেন।



কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, বরফ পড়ে আপেল চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যেই দুর্বল অর্থনীতির উপরে এর ছাপ পড়বে। তাই আপেল চাষীদের সাহায্যের জন্য রাজ্যপালের কাছে আর্জি জানান তিনি।


২০ বছরে এ নিয়ে চতুর্থবার নভেম্বরের শুরুতেই তুষারপাত শুরু হল শ্রীনগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, বছরের এই সময়ে যে তাপমাত্রা থাকার কথা, রাজ্যে তাপমাত্রা তার চেয়ে অন্তত ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। গুলমার্গে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৩ ডিগ্রি। শ্রীনগরে ১.৮ ডিগ্রি। মঙ্গলবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে।


পুলিশের এক মুখপাত্র বলেছেন, প্রচণ্ড তুষারপাতের কারণে তারা বিভিন্ন সড়কে আটকে পড়া ৭’শরও বেশি লোককে উদ্ধার করেছেন। সূত্র: আনন্দবাজার ও এনডিটিভি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com