শিরোনাম
অমলেশ চক্রবর্তী সম্মাননা পেলেন গোলাম কুদ্দুছ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭
অমলেশ চক্রবর্তী সম্মাননা পেলেন গোলাম কুদ্দুছ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও ‘অনীক’ নাট্যদলের প্রতিষ্ঠাতা প্রয়াত অমলেশ চক্রবর্তী সম্মাননা পেলেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।


কলকাতার তপন থিয়েটার মঞ্চে রবিবার এক অনুষ্ঠানে প্রয়াত ‘অমলেশ চক্রবর্তী স্মৃতি সম্মান-২০১৮’ স্মারক তুলে দেয়া হয় গোলাম কুদ্দুছের হাতে।


গোলাম কুদ্দুছ বলেন, এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত, আপ্লুত ও কৃতজ্ঞ। আবার একইসাথে ভীত, কারণ যে কারণে আমাকে এই পদকটি দেয়া হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন দায়িত্ব। দুই বাংলার নাট্যসংস্কৃতির বিনিময়ে এটাকে অব্যাহত রাখা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্রমাগত গভীরতর করা খুব সহজ নয়। কিন্তু অমলেশ চক্রবর্তী নামাঙ্কিত এই পদক পেয়ে আমি সেই কাজটি নিষ্ঠার সাথে করার চেষ্টা করবো।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা চন্দন সেন, বাংলাদেশের অভিনেতা কেরামত মাওলা, কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল প্রমুখ।


বিবার্তা/ডিডি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com