
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, গোটা ভারতে স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এই অবস্থার জন্য দায়ী কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।
শুক্রবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে সাংবাদিকদের মমতা বলেন, ‘আজকে গোটা দেশে স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বিজেপি পার্টি ঠিক করে দিচ্ছে যে, কার বাসায় কোন এজেন্সি গিয়ে হুমকি দেবে। কোন টেলিভিশন চ্যানেলকে বন্ধ করতে হবে, কোন টেলিভিশন চ্যানেলের মালিকের বাসায় গিয়ে অভিযান চালাতে হবে। কোন পত্রিকার সাংবাদিকদের চাকরি খেতে হবে...অন্যায়ের শেষ নেই।’
মমতার অভিমত, ‘এরা (বিজেপি) যেটা করছে তা কোনদিনও দেশে হয়নি। প্রকৃত গণতন্ত্র থাকলে এইসব জিনিস হয় না।’
ভারত জুড়ে গোমাংস বিতর্ক নিয়েও মুখ খোলেন মমতা। বলেন, ‘বিজেপির কয়েকজন নেতা দলিতদের বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসছেন, আমি তাদের বলতে চাই যে উপজাতিদের (গোমাংস খাওয়া) এটা চিরদিনের খাদ্যাভাষ।’
তাঁর প্রশ্ন, ‘বিজেপির নেতারা কি উত্তরপূর্ব ভারতে গিয়ে বিজেপি এটা খাওয়ার অভ্যাস বন্ধ করতে পারবে? অনেক খ্রিষ্টানরাও এটা খায়। কিন্তু আমি খাই না, এমনকি পাঁঠার মাংসও খাই না। কিন্তু আমি না খেলেও আরেক জন মানুষ কি খাবে বা না খাবে-সেটা বলার কোনো অধিকার আমার নেই।’
বিবার্তা/ডিডি/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net