শিরোনাম
'এনআরসি বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না'
প্রকাশ : ১০ আগস্ট ২০১৮, ১১:০০
'এনআরসি বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না'
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, 'জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যু বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। নাগরিক পঞ্জি প্রকাশের আগে ও পর থেকেই বাংলাদেশের সাথে আমরা নিবিড় যোগাযোগ রেখে চলেছি। আমরা বাংলাদেশকে আশ্বস্থ করেছি যে, এটা কেবল একটা খসড়া এবং এর পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে।’


গত ৩০ জুলাই অসমে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’র কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২.৮৯ কোটির কিছু মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।


বিষয়টিকে বিজেপির গেমপ্ল্যান বলে অভিযোগ করে কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ ভোটব্যাঙ্কের স্বার্থেই এই কাজ করা হয়েছে। বাংলাদেশী অনুপ্রবেশের নামে আসাম থেকে বাঙালি বিতাড়নের যে চেষ্টা চালানো হচ্ছে তাতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে বলে মন্তব্য করেছিলেন মমতা।


বৃহস্পতিবার দিল্লিতে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে রবীশ কুমার বলেন, ‘বাংলাদেশ সরকারেরও ধারণা হয়ে গেছে যে এই চলমান প্রক্রিয়াটি ভারতের আভ্যন্তরীণ একটি বিষয়। তাই নাগরিক পঞ্জির খসড়া তালিকা বাংলাদেশের সাথে ভারতের চমৎকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না।’


এর আগে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও সব রাজনৈতিক দলকেই এনআরসি’র মতো সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আর্জি জানানো হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ‘তালিকায় যাদের নাম নেই তাদের ভয় বা আতঙ্কের কিছু নেই। এটি খসড়া মাত্র, চূড়ান্ত তালিকা নয়। প্রত্যেকেই তাদের অভিযোগ জানানোর পর্যাপ্ত সময় পাবেন।’


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com