শিরোনাম
অন্ধ্রপ্রদেশে খনিতে বিস্ফোরণে হতাহত ১৫
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ২১:০৫
অন্ধ্রপ্রদেশে খনিতে বিস্ফোরণে হতাহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলগালে একটি পাথর খনির ভেতরে ডিনামাইট বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত ও 8 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আলুরু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


শুক্রবার রাতে অন্ধ্র প্রদেশের প্রধান নগরী আমারাভাথির প্রায় ৪১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কুরনুল জেলার আলুরু মন্ডল গ্রামে একটি গ্রানাইট পাথর খনির ভেতরে এ বিস্ফোরণ ঘটে।


স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘গতরাতে এখানে ওই পাথর খনির ভেতরে বিস্ফোরণ ঘটলে ১১ শ্রমিক নিহত ও অপর চারজন মারাত্মকভাবে আহত হয়।’


এতে সেখানে রাখা বিভিন্ন ট্রাক্টর, লরি ও মালামাল রাখার একটি অস্থায়ী কেন্দ্রে আগুন ধরে যায়।


এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সভাপতি এন চন্দ্রবাবু, রাজ্য ওয়াই এস জগনমোহন ও জনসেবা পার্টির প্রধান পবন কল্যাণ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা কুরনুল জেলা প্রশাসনকে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সুত্র : হিন্দুস্তান টাইমস।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com