শিরোনাম
জম্মু-কাশ্মীরে অভিযানে নিহত ৫ জঙ্গি
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৫:৫৮
জম্মু-কাশ্মীরে অভিযানে নিহত ৫ জঙ্গি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে পাঁচ শীর্ষ জঙ্গি। তারা প্রত্যেকেই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানা গেছে।


রাজ্যটির সোপিয়ান জেলার কিল্লোরা গ্রামে শুক্রবার রাত থেকে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়, শেষ হয় শনিবার সকালের দিকে। নিহত পাঁচ জঙ্গিরই লাশ উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই রাতে শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে সোপিয়ানে জঙ্গিদের সন্ধানে অভিযান চালায় যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির খবর টের পেয়েই জঙ্গিরা তাদের গোলাবর্ষণ শুরু করে। বাহিনীর তরফেও পাল্টা জবাব দেয়া হয়।


রাতেই উমর মালিক নামে এক জঙ্গির মৃত্যু হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেলসহ গোলাবারুদ। পরে আজ ভোরের দিকে নিহত হয় আরো চার জঙ্গি।


জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এসপি বেদ জানিয়েছেন, কিল্লোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরই সেখানে অভিযান চালানো হয়। পুরো জায়গা ঘিরে ফেলে রাজ্য পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ বাহিনী। শুরু হয় গুলির লড়াই। এতে রাতেই এক জঙ্গি মারা যায়। সারারাত ধরে সংঘর্ষ চলার পর আজ সকালে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়।


বিবার্তা/ডিডি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com