শিরোনাম
রোহিঙ্গাদের ফেরাতে আলোচনা চলছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৬ জুলাই ২০১৮, ১৩:৪১
রোহিঙ্গাদের ফেরাতে আলোচনা চলছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতে অবস্থানরত অবৈধ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সাথে আলোচনা চলছে। প্রয়োজন হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সাথে আলোচনা করবে, যাতে ভারতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো যায়।


বুধবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, ‘অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত রাজ্য সরকারগুলোকে নির্দেশিকা পাঠানো হয়েছে। যাতে ভবিষ্যতে ওই রোহিঙ্গারা ভারতের নাগরিকত্ব দাবি না করতে পারে। রাজ্য সরকারের কাছ থেকে ওই রিপোর্ট পাওয়ার পরই তা কেন্দ্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হবে।’


এর আগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুও জানান, রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সাথে কথা হয়েছে। আমাদের লক্ষ্যই হল- এই সব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে উভয় সরকারকে বোঝানো। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রেক্ষিতেই এই প্রক্রিয়া চলতে থাকবে।’


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান ‘ফরেনারস অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রের ক্ষমতা রয়েছে ভারতে অবৈধ ভাবে বসবাসকারীদের চিহ্নিতকরণ করে তাদের ফেরত পাঠানো।’


অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সেদেশে ফেরত পাঠানো নিয়ে এদিন কিরেন রিজিজু জানান, ‘অসম থেকে ৫২ জন অবৈধ বাংলাদেশিকে আগামী ৩০ জুলাই ফেরত পাঠানো হবে। বাংলাদেশ সরকার ওই নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। ওইদিন সকাল ১১টা নাগাদ অসমের মানকচর সুসংহত চেক পোস্ট দিয়ে বাংলাদেশ সরকারের হাতে তাদের তুলে দেয়া হবে।’


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com