শিরোনাম
দেশে ফেরত গেল বাংলাদেশী ৪ কিশোর
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৪:৩৪
দেশে ফেরত গেল বাংলাদেশী ৪ কিশোর
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ সময় পরে বাংলাদেশে মা-বাবাসহ স্বজনদের কাছে ফিরে গেল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ‘শুভায়ন’ হোমে আটক ৪ কিশোর।


বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে এই ৪ কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।


এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি (ভারত) ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ওসি শিপ্রা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা কর্মকর্তা বিচারপতি সৌমেন্দ্রনাথ রায়, জেলা চাইল্ড লাইন সেন্টারের কোঅর্ডিনেটর সুরজ দাস, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের (ডিসিপিইউ) সুবোধ দাস, হিলি (বাংলাদেশ) ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ওসি আখতাব হোসেন, বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা।


এ সময় প্রত্যেকটি শিশুর অভিভাবকও সীমান্তে উপস্থিত ছিলেন।


নিজের দেশে ফেরত যাওয়া ৪ বাংলাদেশী কিশোর হল ঝিনাইদহের মহেশপুর থানার পান্থপাড়ার বাসিন্দা শাহ জামাল (১৭), দিনাজপুরের পার্বতীপুর থানার শাহেবপাড়ার বাসিন্দা রাশিদুল ইসলাম (১৩), নওগাঁর রহমানপুর থানার কাশীপুরের বাসিন্দা সাগর হোসেন (১২) ও ইমন ইসলাম (১৪)।
জানা যায়, প্রায় দুবছর ধরে বিনা পাসপোর্টে নেপালে কাজ করে দেশে ফেরার পথে জামাল ২০১৬ সালের আগষ্ট মাসে হিলি বর্ডারে ধরা পরে। প্রথমে এই ছেলেটিকে বালুরঘাট সংশোধনাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে ছেলেটির বয়স ১৮ বছরের কম প্রমাণিত হওয়ায় তাকে আদালতের নির্দেশে শুভায়ন হোমে প্রেরণ করা হয়।


অন্যদিকে সাগর ও ইমন উভয়কে কাজের খোঁজে এদেশে অনুপ্রবেশ করার অভিযোগে গত গত বছরের ১ জুন হিলি সীমান্তে আটক করা হয়।


বিবার্তা/ডিডি/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com