শিরোনাম
মাদার তেরেসা সম্পর্কে তসলিমার বিস্ফোরক মন্তব্য
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ০৯:৫৬
মাদার তেরেসা সম্পর্কে তসলিমার বিস্ফোরক মন্তব্য
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোবেল পদক জয়ী মাদার তেরেসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ভারতের রাঁচিতে অবস্থিত ‘মিশনারিজ অফ চ্যারিটি’র একটি হোম থেকে শিশুচুরির ঘটনায় তসলিমা বলেছেন, 'চ্যারিটি হোমগুলোতে শিশু বিক্রির ঘটনা নতুন কিছু নয়। এরা বিখ্যাত বলে এদের রক্ষা করার চেষ্টা করার কারণ নেই।'


ট্যুইট করে ‘মিশনারিজ অফ চ্যারিটি’র বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তসলিমা লিখেছেন, ‘মাদার তেরেসা চ্যারিটি হোমে বাচ্চা বিক্রি করে, এটা নতুন কিছু নয়। মাদার তেরেসা অনেক অবৈধ, অমানবিক, অসৎ, অনৈতিক, অনাচারী, দুর্নীতিপরায়ণ, দুশ্চরিত্র ও বর্বরোচিত কাজের সাথে যুক্ত ছিলেন। বিখ্যাত বলেই এমন অপরাধীদের সমর্থনে দয়া করে কথা বলবেন না।’


তসলিমার এমন মন্তব্যে ইতিমধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। গত সপ্তাহেই রাঁচির নির্মল হৃদয় হোম থেকে শিশু চুরির অভিযোগ ওঠার পর প্রশ্নের মুখে পড়েছে সেবামূলক প্রতিষ্ঠানটি। ওই ঘটনায় হোমের এক কর্মকর্তাকেও আটক করা হয়। ঘটনার পর মাদার তেরেসার ‘ভারতরত্ন’ ফিরিয়ে নেয়ার দাবি জানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। যদিও ওই ঘটনার পরও হোমের পক্ষে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


গত বৃহস্পতিবার ট্যুইট করে ওই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা অভিযোগ করেছেন, ‘মাদার তেরেসার চ্যারিটি হোমের ভাবমূর্তি কলঙ্কিত করতে বিজেপি ষড়যন্ত্র করছে।’


মমতার ওই মন্তব্যের জবাবে তসলিমার এমন ট্যুইট বার্তা।


এদিকে মাদারকে নিশানা করায় শনিবারই তসলিমাকে এক হাত নিয়েছেন কলকাতার আর্চ বিশপ ফাদার থমাস ডি’সুজা। ফাদারের বক্তব্য, তসলিমার মন্তব্য কেবল ‘অযৌক্তিক’ই নয় বরং ‘মিথ্যা’।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com