শিরোনাম
ভারতে বিখ্যাত মসজিদের সামনে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ২২:০৩
ভারতে বিখ্যাত মসজিদের সামনে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে বিখ্যাত টিলেওয়ালি মসজিদের সামনে মূর্তি স্থাপানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেপি শাসিত ওই এলাকায় হিন্দু ধর্মালম্বীদের ভগবান রামের ছোটভাই লক্ষণের মূর্তি স্থাপন করা হচ্ছে।


সম্প্রতি লখনৌ পৌর কর্পোরেশনের এক বৈঠকে লখনৌয়ের ওই মসজিদ সংলগ্ন এলাকায় লক্ষণের মূর্তি স্থাপনের প্রস্তাব দেয়া হয়। বিজেপির স্থানীয় নেতা রামকৃষ্ণ যাদব ও মুখ্যসচেতক রজনীশ গুপ্তার এ প্রস্তাবে সবুজ সংকেত দেয়া হয়েছে।


বিজেপির মুখপাত্র মণীশ শুক্লার দাবি করেছেন, ওই মূর্তিস্থাপনে সমাজে একটা ভালো বার্তা পৌঁছবে। কারণ, লক্ষণই লখনৌয়ের পরিচয় বহন করছে।


অন্যদিকে মসজিদটির ইমাম মাওলানা ফজলে মান্নান বলেছেন, ঈদ এবং অন্যান্য উৎসবের সময় লাখো মুসলিম এই মসজিদের বাইরে এমনকি সড়কেও নামাজ আদায় করেন। কিন্তু মসজিদের বাইরে মূর্তি স্থাপন হলে মানুষজন সেখানে নামাজ পড়তে পারবে না।


বিজেপি নেতাদের সাম্প্রতিক এ সিদ্ধান্তে ওই এলাকা দুই সম্প্রদায়ের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com