শিরোনাম
পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া তিস্তা চুক্তি অসম্ভব: সুষমা
প্রকাশ : ২৮ মে ২০১৮, ২২:০৯
পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া তিস্তা চুক্তি অসম্ভব: সুষমা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারসহ সকল পক্ষকে সঙ্গে নিয়েই তিস্তা চুক্তি হবে। পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া এই পানি বণ্টন সম্ভব নয়।


সোমবার দিল্লিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন সুষমা স্বরাজ। তিনি জানান ‘কেবল ভারত সরকার ও বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় তিস্তা সমস্যার সমাধান সম্ভব নয়। তিস্তা ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও একটি বড় স্টেক হোল্ডার এবং সে কারণেই আমরা (কেন্দ্রীয় সরকার) রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।’


তিস্তার পানি বণ্টন নিয়ে মমতার দেয়া বিকল্প প্রস্তাব দেয়া প্রসঙ্গে সুষমা স্বরাজ জানান ‘গত বছর শেখ হাসিনা যখন ভারত সফরে আসেন তখন মমতা ব্যানার্জির একটি বিকল্প প্রস্তাব দেন। ওই বিষয়টির ওপর একটি জরিপ করার নির্দেশ দেয়া হয়েছে, সেখানে ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিরা রয়েছেন। আমরা ওই রিপোর্টটি পাওয়ার অপেক্ষায় রয়েছি।’


তিস্তা চুক্তি মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন্দ্রে আমরা গত চার বছর ধরে রয়েছি এবং এখনও এক বছর বাকি রয়েছে। আপনারা অপেক্ষা করুন... আমরা একটি সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি। কারণ এই চুক্তির সাথে একটি তৃতীয় পক্ষও জড়িয়ে রয়েছে। তাছাড়া পানি তো পশ্চিমবঙ্গ থেকেই যাবে, তাই আমাদের নীতি হল- এই চুক্তির সাথে যে সকল পক্ষ জড়িত রয়েছে তাদের সাথে নিয়েই অগ্রসর হবো।’


সুষমা ছাড়াও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশটির দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ও ভি কে সিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার।


রোহিঙ্গা ও পাকিস্তান ইস্যুতেও কথা বলেন সুষমা স্বরাজ। পাকিস্তানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা সব সময় পাকিস্তানের সাথে আলোচনায় রাজি। আমরা কখনও বলিনি যে, আমরা আলোচনায় রাজি নই। কিন্তু একটা শর্ত আছে- সন্ত্রাস ও আলোচনা এক সাথে চলতে পারে না।’


সুষমা আরও জানান, ‘আমাদের একটা অবস্থান রয়েছে এবং এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। এমনকি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও পাকিস্তানের সাথে আমরা আলোচনা করতে রাজি আছি। নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। পাকিস্তান যদি সন্ত্রাসের পথ পরিহার করে আলোচনার টেবিলে আসতে চায় সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনের আগেও আমরা আলোচনায় বসতে রাজি।’


পররাষ্ট্রমন্ত্রীর অভিমত, সীমান্ত যখন উত্তপ্ত, সীমান্ত দিয়ে যখন সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে এবং জওয়ানরা যেখানে নিহত হচ্ছে সেই অবস্থায় পাকিস্তানের সাথে আলোচনা অর্থহীন।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com