শিরোনাম
জেরুজালেমে মার্কিন দূতাবাসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ
প্রকাশ : ২২ মে ২০১৮, ২২:৫৯
জেরুজালেমে মার্কিন দূতাবাসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজায় ফিলিস্তিনি হত্যা ও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে কলকাতায় অবস্থিত আমেরিকান সেন্টার ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভারতের 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' ও 'মাইনরিটি ফোরাম' এই কর্মসূচির আয়োজন করে।


মঙ্গলবার দুপুরে কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে থেকে মিছিল করে এই দুই সংগঠনের সদস্যদের সঙ্গে মিছিলে যোগ দেন শিক্ষার্থীরাও। এরপর সেই মিছিল রওনা দেয় চৌরঙ্গীর আমেরিকান সেন্টারের দিকে। যদিও নিরাপত্তার কারণেই দূতাবাসের কিছুটা আগেই সেক্সপিয়ার সরণির কাছে মিছিলের গতি আটকায় পুলিশ।


পরে সংগঠনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতা পুলিশের উপস্থিতিতে আমেরিকান সেন্টারের ভিতরে প্রবেশ করে। জেরুজালেম থেকে মার্কিন দূতাবাস প্রত্যাহার, ফিলিস্তিনে নিরাপরাধ মানুষদের হত্যা বন্ধসহ ১০ দফা দাবিতে একটি স্মারকলিপি দেয় প্রতিনিধি দলটি।


সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহ. কামরুজ্জামান জানান, ‘জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমে দূতাবাস খোলে। এর বিরোধিতা করে ফিলিস্তিনি মুসলিমরা আন্দোলনে নামলে তাদের ওপর ইসলায়েলি সেনাবাহিনী নির্যাতন চালায় এবং তাতে প্রায় শতাধিক ফিলিস্তিনি মুসলিম হত্যা করেছে। এর প্রতিবাদে এবং জেরুসালেম থেকে মার্কিন দূতাবাস বন্ধ করার প্রতিবদে আমরা আমেরিকান সেন্টার ঘেরাও কর্মসূচী নিয়েছি। আমেরিকান সেন্টারে গিয়ে আমরা একটি ডেপুটেশনও জমা দিয়েছি।’


উল্লেখ্য আরব দেশগুলোসহ আন্তর্জাতিক মহলের বিরোধিতা সত্বেও গত ১৪ মে জেরুজালেমে দূতাবাস খোলে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের বিক্ষোভ শুরু করলে ইসরায়েলি সেনারা হামলা চালায়। তাদের গুলিতে অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারান। আহত হন অন্তত দুই হাজার মানুষ।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com