শিরোনাম
মুখ্যমন্ত্রী মমতার সপ্তম বর্ষপূর্তি
প্রকাশ : ২০ মে ২০১৮, ২২:২০
মুখ্যমন্ত্রী মমতার সপ্তম বর্ষপূর্তি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সপ্তম বর্ষপূর্তিতে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে রাজ্যের মানুষের কল্যাণে আরও ভাল কাজ করার ব্যাপারেও অঙ্গীকার করেছেন তিনি।


উল্লেখ্য ২০১১ সালের ১৩ মে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়েছিল। ওই বছরে তৃণমূলের মূল ¯স্লোগান ছিল ‘পরিবর্তন’।


ওই পরিবর্তনের অর্থ ছিল রাজ্যের বছরের বাম শাসনের পরিবর্তন। এরপর ওই বছরের ২০ মে দুপুর ১.০১ মিনিটে রাজভবনে রাজ্যটির নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মমতা ব্যানার্জি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যটির তৎকালীন রাজ্যপাল এম. কে. নারায়ণ।


দিনটি উপলক্ষে স্মৃতিচারণ করে ট্যুইট করে মমতা জানান, ১২০১১ সালের ২০ মে প্রথম মা-মাটি-মানুষ সরকার শপথ নিয়েছিল। আজকের এই বিশেষ দিনটিতে জনসাধারণকে জানাই অভিনন্দন। আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলা হবে বিশ্বসেরা- এটাই আমাদের অঙ্গীকার।’


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com